top of page
অ্যাপলাস্টিক রক্তাল্পতা (Aplastic Anemia)
অ্যাপলাস্টিক অ্যানিমিয়া একটি বিরল(rare) ধরনের অ্যানিমিয়া, কিন্তু খুবই মারাত্মক। আমাদের শরীরের অস্থি মজ্জা (Bone Marrow) যখন পর্যাপ্ত পরিমানে নতুন রক্ত কণিকা তৈরী করতে অক্ষম হয়, তখনই এই ধরনের অ্যানিমিয়ার জন্ম হয়।
উপসর্গ এবং চিকিৎসা
অ্যাপলাস্টিক অ্যানিমিয়ার লক্ষন হিসাবে আমরা বলতে পারি
-
চূড়ান্ত ক্লান্তি বোধ
-
দীর্ঘ সময় ধরে ইনফেকশন চলতে থাকা
-
শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমে যাওয়া এবং রক্তপাত
সম্পূর্ন ভাবে এই রোগ নিরাময়ের একমাত্র উপায় অস্থিমজ্জার প্রতিস্থাপন (Bone Marrow Transplant)। তাছাড়া রক্ত স্থানান্তরন (Blood transfution) এবং ওষুধের দ্বারা
এই রোগের সাময়িক সমাধান সম্ভব।
bottom of page