top of page
লিউকোপেনিয়া (Leukopenia)
যখন মানুষের রক্তে শ্বেত রক্ত কণিকার পরিমান স্বাভাবিকের চেয়ে কম থাকে, তখন তাকে লিউকোপেনিয়া বলা হয়। সাধারনত পুরুষ এবং শিশুদের ক্ষেত্রে ৫ হাজার থেকে ১০হাজার এবং মহিলাদের ক্ষেত্রে ৩হাজার ৫০০ থেকে ১১ হাজার শ্বেত রক্ত কণিকা থাকে।
বিভিন্ন কারনে মানুষের শরীরে শ্বেত রক্ত কণিকার অভাব ঘটতে পারে। যেমন
-
ইনফেকসন যেমন ইনফ্লুএনজা, হেপাটাইটিস, এইচ.আই.ভি ইত্যাদি
-
অটোইমিউনো কনডিশন যেমন রিউমাটয়েড আর্থারাইটিস (Rheumatoid Arthritis)
-
ক্যানসারের ফলেও শ্বেত রক্ত কণিকা কমতে পারে
-
ভিটামিন বি ১২(B12) এর অভাব ও এর একটা কারন
-
কিছু বংশানুক্রমিক রোগ ও এর জন্য দায়ী
উপসর্গ এবং চিকিৎসা
-
ঘন ঘন ইনফেক্শন
-
জ্বর, গলা ব্যাথা, দাঁত ব্যাথা
-
প্রচুর ঘাম
-
মুখের ভিতরে ইনফেক্শন (mouth ulcers) যা সহজে ঠিক হতে চায় না
-
শরীরের বিভিন্ন জায়গায় rash, ক্লান্তিবোধ
bottom of page