top of page

​​মাইলোমা একধরনের ক্যান্সার যা শ্বেত রক্তকোষ, প্লাজমা সেলে তৈরী হয়। একে মাল্টিপল মাইলোমাও বলা হয়ে থাকে। সুস্থ প্লাজমা সেল ইনফেকশনের সঙ্গে লড়াই করে শরীরে অ্যান্টিবডি তৈরী করে। কিন্তু মাইলোমা সেল(ক্যান্সার যুক্ত সেল) শরীরে স্বাভাবিক অ্যান্টিবডি তৈরীতে বাধার সৃষ্টি করে। ফলস্বরূপ আমাদের শরীরের ইম্যুনো সিস্টেম (Immune System) দুর্বল হয়ে পড়ে এবং ঘন ঘন ইনফেকশন হয়। শুধু তাই নয়, এই মাইলোমা সেল অতি দ্রুত বহু সংখ্যায় বৃদ্ধি পায়, ফলে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার স্বাভাবিক বৃদ্ধি এবং কার্যকারিতা ব্যহত হয়। গল্পটা এখানেই শেষ নয়, এই বহু সংখ্যক অকার্যকরী অ্যান্টিবডি কিডনি এবং হাড়েরও বিপুল ক্ষতি করে।

মাইলোমা (Myeloma)

উপসর্গ

প্রাথমিক স্তরে এই ধরনের ক্যান্সারের বিশেষ কোনো লক্ষন দেখা যায় না, কিন্তু পরবর্তী কালে বিভিন্ন উপসর্গ দেখা দিতে থাকে।

প্রধান উপসর্গ গুলো হলো

  • প্রচন্ড হাড়ের যন্ত্রনা বিশেষ করে শিরদাড়া,বুক এবং কোমরের যন্ত্রনা

  • কিডনি সমস্যা (Renal Damage)

  • দুর্বলতা, ক্লান্তিবোধ এবং ওজন কমা

  • বমি বমি ভাব, ক্ষিদে কমে যাওয়া, কোষ্ঠকাঠিন্য

  • ঘন ঘন ইনফেকশন

  • ঘন ঘন প্রস্রাবের বেগ

  • গলা শুকিয়ে যাওয়া,ঘন ঘন তেষ্টা পাওয়া

Get Social

  • Facebook
  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey YouTube Icon
bottom of page