থ্রম্বোসাইটোসিস (Thrombocytosis)
আমাদের রক্ত লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, এবং অনুচক্রিকা দিয়ে তৈরী। Platelet শব্দটা অনেকেরই জানা, এই Platelet ই অনুচক্রিকা। এর কাজ রক্ত জমাট (Blood Clot) বাধঁতে সাহায্য করা। আঘাতের ফলে কোনো ক্ষত স্থান থেকে রক্তক্ষরন হলে এই অনুচক্রিকা একত্রিত হয়ে জমাট বেধেঁ একটা সিল তৈরী করে দেয়, যার ফলে ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্ত পরা বন্ধ হয় এবং বাইরের দূষিত জিনিসকে ক্ষতস্থানে পৌঁছাতে বাধাঁ দেয়।আমাদের রক্তে স্বাভাবিকের চেয়ে অধিক মাত্রায় অনুচক্রিকা থাকলে তাকে থ্রম্বোসাইটোসিস বা থ্রম্বোসাইথেমিয়া বলা হয়। মনে রাখতে হবে প্রতি মাইক্রোলিটার রক্তে স্বাভাবিক অনুচক্রিকার সংখ্যা দেড় লক্ষ্য থেকে সারে চার লক্ষ্য ।
উপসর্গ
-
দুর্বলতা, ক্লান্তিবোধ, বুকে ব্যাথা
-
চোখে রক্ত সরবারোহ কম হবার ফলে ঝাপসা দেখে
-
শিরা - উপশিরায় রক্ত জমাট বাধঁার ফলে হাতে পায়ে ব্যাথা হয়, ক্যাম্প লাগে, অবস হয়ে যায়।
-
নাক এবং মাড়ি থেকে রক্তক্ষরন হয়।
-
হাতের তালু আর পায়ের তলায় জ্বালা অনুভব হয়।
-
মল-মূত্র থেকে রক্তক্ষরন ।