top of page
রক্তের রোগ

আমরা সাধারণ মানুষ রক্তাল্পতায় ভুগছি, ডাক্তার দেখাতে হবে, জেনারেল ফিজিশিয়ানের কাছে গেলাম, রক্ত কম দেখে তিনি আয়রন ট্যাবলেট দিলেন। মাসের পর মাস তা খেতে থাকলাম, সুস্থ তো হলামই না,বরং আরো নতুন নতুন উপসর্গ দেখা দিতে শুরু করল। হয়তো শরীরের বিভিন্ন অঙ্গে ( অরগানে) লোহা জমতে লাগল (আয়রন ডিপোজিশন)। তারপর খোঁজ নিয়ে জানা গেল এই ধরনের রোগ সারানোর জন্য আছেন বিশেষ  ডাক্তার - হেমাটোলজিস্ট ( রক্তের ডাক্তার )। 

এখানে রক্তের রোগ এবং তার কারণ নিয়ে আলোচনা করছি যা আমাদের রোগ চিনতে এবং নিরাময়ে সাহায্য করতে পারে।

ক্যান্সার শুনলেই আমরা ভয় পাই, তাই ক্যন্সার নয় রোগগুলোকেই আগে রাখলাম। তবে এটা ভাবার কোনো কারন নেই যে এরা কম মারাত্মক। এই শ্রেনীতে জেনেটিক কিছু রোগের কথা বলবো, যাদের কথা আলাদা করে বলার প্রয়োজন আছে।

Non-Malignant ( ক্যান্সার নয় )
Anemia_edited.jpg
hemophilia.jpg

হিমোফিলিয়া

(Hemophilia)

(জেনেটিক রোগ)

Thrombocytosis.jfif
ITP.jpg
polycythemia.jpg

 পলিসাইথেমিয়া

(Polycythemia)

(অত্যন্ত বিরল রোগ)

Thalassemia_edited.jpg

থ্যালাসেমিয়া

(Thalassaemia)

(জেনেটিক রোগ)

Leukocytosis_edited.jpg
VWD.jpg
Sicklecell.jpg

সিকেল সেল রোগ

(Sickle Cell Disease)

(SCD)

(জেনেটিক রোগ)

Thrombocytopenia_edited.jpg
Leukocytosis_edited.jpg
Leukocytosis_edited.jpg
Malignant(ক্যান্সার)
Leukemia.jpeg
lymphoma.jpg
myeloma.jpg

Get Social

  • Facebook
  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey YouTube Icon
bottom of page