লিউকোসাইটোসিস (Leukocytosis)
শ্বেত রক্ত কণিকা আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা অংশ। সাধারনত মানুষের রক্তে ৪ হাজার ৫০০ থেকে ১১ হাজার শ্বেত রক্ত কণিকা প্রতি মাইক্রোলিটারে থাকে। সঠিক মাত্রার বেশী শ্বেত রক্ত কণিকা রক্তে থাকলে তাকে লিউকোসাইটোসিস বলে। একটা কথা বলা দরকার, রক্তে প্রচুর পরিমানে শ্বেত রক্তকণিকা থাকা মানেই কিন্তু ক্যানসার নয়। আমরা যখন কোনো ইনফেকশনে ভুগি, তখন আমাদের ইম্যিউনো সিস্টেম (Immune system) প্রচুর পরিমানে শ্বেত রক্ত কণিকা তৈরী করে ভাইরাস এবং ব্যাকটেরিয়াদের সাথে যুদ্ধ করার জন্য। ইনফেকশন ছাড়াও বিভিন্ন কারনে শরীরে শ্বেত রক্ত কণিকা বেড়ে যেতে পারে, যেমন Inflammation, Stress, Medications, Bone Marrow Disorders, Allergic Reactions, Hereditary Factors ।
কি কারনে শরীরে শ্বেত রক্ত কণিকার বৃদ্ধি ঘটেছে তার উপরেই এই রোগের চিকিৎসা নির্ভর করবে।
উপসর্গ এবং চিকিৎসা
আমাদের রক্তে কতটা শ্বেত রক্ত কণিকা আছে তা জানার জন্য সম্পূর্ন রক্ত গননা (complete blood count (CBC)) করতে হবে। কখনো কখনো লিউকোসাইটোসিস লিউকেমিয়ার উপসর্গ হিসাবে কাজ করে। লিউকোমিয়ার ক্ষেত্রে লিউকোসাইটোসিস ছাড়া আর যে লক্ষন গুলো দেখা যায় সেগুলো হলো...
-
ঘন ঘন জ্বর অথবা রাতে প্রচন্ড ঘাম যা পাখা বা এসি দিয়েও আটকানো যাবে না।
-
অধিক মাত্রায় দুর্বলতা
-
অধিক মাত্রায় ওজন কমে যাওয়া
-
হাড়ের যন্ত্রনা, বিশেষ করে পিঠ এবং পা, আর এই যন্ত্রনা মরমান্তিক এবং ভয়ঙ্কর
-
নাক এবং মাড়ি থেকে রক্তক্ষরন
-
লিভার বড় হয়ে যাওয়া, পেট ব্যাথা, ক্ষুদা না পাওয়া