আই. টি. পি (immune thrombocytopenia)
প্লেটলেট এক ধরনের রক্ত কোষ(Blood Cell) যা অস্থিমজ্জায়(Bone Marrow) তৈরী হয়। এই রক্ত কোষ রক্ত জমাট বাধঁতে সাহায্য করে। আমাদের শরীরে স্বাভাবিক প্লেটলেটের চেয়ে কম প্লেটলেট থাকলে এই জমাট বাধঁার কাজ ব্যাহত হয়। একে আই. টি. পি বলা হয়। এটি একটি বিরল রোগ। আমাদের নিজেদের ইমিউনো সিস্টেমই ভুল বশত নিজেদের অণুচক্রগুলিকেই নষ্ট করে ফেলে, ফলে শরীরে অণুচক্রের অভাব ঘটে এবং নানা উপসর্গ দেখা দেয়। এই রোগটি acute হতে পারে আবার chronic হতে পারে। কখনো এই রোগের চিকিৎসার প্রয়োজন পড়ে, কখনো পড়ে না, আপনা থেকেই সেরে যায়।
-
Autoimmune thrombocytopenic purpura,
-
Immune thrombocytopenic purpura,
-
Idiopathic thrombocytopenic purpura,
-
Werlhof disease
-
Autoimmune thrombocytopenia
যে নামেই ডাকো না কেন, রোগটা কিন্তু একই।
উপসর্গ এবং চিকিৎসা
এই রোগের কিছু লক্ষন
-
পায়ের নীচের দিকে অর্থাৎ হাঁটুর নীচের দিকে ছোট্ট ছোট্ট লাল দাগ দেখা যায়, অনেকটা রাসের মতো
-
অনেক ক্ষেত্রে এই ছোট্ট দাগ গুলো জুরে বড় দাগে পরিনত হয়। প্রকৃতপক্ষে চামড়ার নীচে শিরা উপশিরা থেকে রক্তক্ষরনের ফলেই এটি ঘটে থাকে। একে পুরপুরা বলে।
-
শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমে যায়, একে ব্রুজেজ বলে।
-
মাড়ি থেকে রক্তক্ষরন হয়।
-
মল-মুত্রে রক্ত দেখা যায়।
-
ক্লান্তি বোধ, নাক দিয়ে রক্তক্ষরন
-
মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় প্রচুর রক্তক্ষরন হয় এবং মাসিক দীর্ঘ দিন ধরে চলতে থাকে।
এই রোগের চিকিৎসা হিসাবে
-
অস্থি মজ্জার বায়পসি করা হয়।
-
অণুচক্রিকার সংখ্যা বাড়ানোর জন্য বিভিন্ন রকমের ওষুধ দেওয়া হয়।
-
ইমিউমো সিস্টেম কে নিস্ক্রিয় করার জন্যও বিভিন্ন ওষুধ দেওয়া হয়।