top of page

রক্তাল্পতা (Anaemia)

অনিন্দিতা আমার সহকর্মী, ভীষণ কাছের বন্ধুও বটে। আমরা একই স্কুলে চাকরি করি। মেয়েকে স্কুলের জন্য তৈরী করে, বাড়ির কাজ-কর্ম সেরে, কর্তার অফিসের টিফিন রেডি করে স্বচ্ছন্দে আটটা কুড়ির মধ্যে বেরিয়ে পড়ে স্কুলের জন্য। আমরা আটটা পয়তাল্লিশের ট্রেন ধরি। ওর ক্ষেত্রে পাঁচটা আর আমার ক্ষেত্রে তিনটে স্টেশনের পর আমাদের স্কুল। স্টেশন থেকে স্কুল বেশ কাছে, দশ মিনিটের হাঁটা পথ। ঐ পথটুকু আমরা হেঁটেই যেতাম। শেষ পথটুকু 'কে আগে পৌঁছাতে পারে' বলে হাঁটা দিত। রোজ ওই আগে পৌঁছাত। কিন্তু দিন দুয়েক আমিই আগে পৌঁছালাম। আমার তো 'মনে খুশির সীমা নাই' হয়ে গিয়েছিল। কিন্তু পরের দিন ঐ রাস্তাটুকু ও আর হেঁটে আসতে পারল না। মাঝরাস্তায় বসে পড়ল। একজন টোটোওয়ালার সাহায্যে আমরা সেদিন স্কুলে পৌঁছাই। তারপর থেকেই আমি লক্ষ্য করলাম এই প্রাণোচ্ছল, ছটফটে মেয়েটা একটু বেশিই হাঁপিয়ে যাচ্ছে। আমাদের স্কুলটা চার তলা। দৌড়ে ওঠানামা করত অনিন্দিতা। সেদিন ক্লাস নিয়ে ফিরছি, দেখি দুই তলার সিঁড়িতে দাঁড়িয়ে হাঁপাচ্ছে, ওর ক্লাস ছিলো তিন তলায়। কথা বলে জানতে পারলাম রোজকার কাজ-কর্ম গুলো ও আর সেইভাবে করতে পাচ্ছে না।  একটু কাজ করেই ক্লান্তিবোধ করছে। বসে পড়তে হচ্ছে, বিশ্রাম নিতে হচ্ছে বার বার। ও আরো বলল আগে দৌড়ে ট্রেন ধরতে ওর কোনো অসুবিধা হতো না, কিন্তু এখন ও বড্ড হাঁপিয়ে যাচ্ছে। ও জানালো আজকাল ওর ক্লাস নিতেও একটু অসুবিধা হচ্ছে, মনোযোগীতার অভাব হচ্ছে, concentrate করতে পাচ্ছে না। ছাত্র -ছাত্রীদের উপরে সহজেই বিরক্ত হয়ে পড়ছে। রাতে ঠিক করে ঘুম আসছে না। চূড়ান্ত ক্লান্তিতেও ঠিক করে ঘুমতে পাচ্ছে না।

সেদিন একটু জোর করেই ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। সব শুনে উনি রক্ত পরীক্ষার করতে বললেন। পরীক্ষায় জানা গেল ওর হিমোগ্লোবিন ৮.৫(গ্রাম/ডেসিলিটার)। ডাক্তার জানালেন অনিন্দিতা রক্তাল্পতায় ভুগছেন।

 

রক্তাল্পতার সাধারণ উপসর্গ(Symptoms)গুলো হল

১. চূড়ান্ত ক্লান্তিবোধ (Fatigue)

২. সবসময় মাথাটা ধরে থাকা (Headache)

৩. দুর্বলতা বোধ করা (General weakness)

৪. কাজে উৎসাহ না পাওয়া (Lack of enthusiasm)

৫. ঘুম না আসা (Insomnia)

৬. বিরক্তি বোধ করা (Irritability)

বিভিন্ন লোকের কাজ করার ক্ষমতা বিভিন্ন। যদি দেখা যায় কোনো ব্যক্তি স্বচ্ছন্দে যে কাজ গুলো আগে করে ফেলতেন, সেগুলো করতেই হাঁপিয়ে যাচ্ছেন। তাহলে বুঝতে হবে তার রক্তাল্পতা হবার সম্ভাবনা আছে।

Get Social

  • Facebook
  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey YouTube Icon
bottom of page