top of page
থ্রম্বোসাইটোপেনিয়া (Thrombocytopenia)
অনুচক্রিকা (platelet) মানুষের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। রক্তে অস্বাভাবিক কম মাত্রায় অনুচক্রিকার উপস্থিতিকেই থ্রম্বোসাইটোপেনিয়া বলা হয়। এর ফলে কোনো ক্ষতস্থান থেকে রক্তক্ষরন শুরু হলে বহুক্ষন ধরে চলতে থাকে, সহজে থামে না। থ্রম্বোসাইটোপেনিয়া বিভিন্ন কারনে হতে পারে, যেমন আমাদের শরীরের অস্থিমজ্জা সঠিক মাত্রায় অণুচক্রিকা তৈরীতে অক্ষম হলে, অথবা ক্যান্সারের মতো মারাত্মক রোগের চিকিৎসার থেকেও এই ধরনের সমস্যা হতে পারে। তাছাড়া জিন একটি বড় কারন, বংশগত কারনেও এই রোগের জন্ম হয়।
উপসর্গ
-
ক্ষতস্থান থেকে অনর্গল রক্তক্ষরন
-
মাড়ি , নাক থেকে রক্তক্ষরন হলে সহজে বন্ধ হয় না
-
প্রসাব এবং পায়খানা থেকে রক্তক্ষরন হয়
-
চামড়া থেকে রক্তক্ষরন যাকে কালসিটে বলে (bruising)
bottom of page