top of page
রক্ত জমাট বাধঁার সমস্যা(Thrombotic Disorder)
প্রকৃতপক্ষে শিরা উপশিরার মধ্যে অস্বাভাবিক ভাবে রক্ত জমাট বেঁধে যাবার ফলে বিভিন্ন সমস্যা দেখা দেয় যাদের একত্রে রক্ত জমাট বাধাঁর সমস্যা (Thrombotic Disorder) বলা হয়। এর মধ্যে আটারিয়াল থ্রমবোসিস, ডিপ ভেন থ্রমবোসিস, পালমোনারি এমবোলিজমের মতো মারাত্মক রোগের উল্লখ করা যায়।
bottom of page