লিম্ফোমা (Lymphoma)
লিম্ফোমা একধরনের ব্লাড ক্যান্সার যা লিম্ফোসাইট (Lymphocytes) নামক সেলের মধ্যে হয়। এই সেল আমাদের ইমিউনো সিস্টেমে ইনফেকশনের সঙ্গে যুদ্ধকারী হিসেবে পরিচিত। এই সেল আমাদের শরীরের বিভিন্ন অংশ যেমন লিম্ফনোড, স্পিলিন, থাইমাস, অস্থিমজ্জা ইত্যাদি জায়গায় পাওয়া যায়।এইধরনের ক্যান্সার কে প্রধানতঃ দুইভাগে ভাগ করা যায়
-
Hodgkin's lymphoma
-
Non-Hodgkin's lymphoma
এইধরনের ক্যান্সারের প্রধান চিকিৎসা হিসাবে ক্যেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, অস্থিমজ্জার প্রতিস্থাপন (Bone marrow transplant) কথা উল্লেখ করা যায়।
উপসর্গ এবং চিকিৎসা
এই রোগ চেনার উপায়
-
গলা, বগল, কুচকির লিম্ফ নোড ফুলে ওঠা কিন্তু ব্যাথা হয় না
-
ক্রমবর্ধমান ক্লান্তিবোধ, শ্বাসকষ্ট
-
জ্বর, ওজন কমে যাওয়া
-
রাত্রি ঘাম
ক্যান্সারের চিকিৎসা হিসাবে বিভিন্ন রকমের রক্ত পরীক্ষা, বোন ম্যারো বায়পসি করা হয়। তাছাড়া এক্সরে, এম.আর.আই, সি.টি স্ক্যান, পেট স্ক্যান করা হয়। ক্যান্সারের আধুনিক চিকিৎসা হিসাবে কেমো থেরাপি, রেডিয়েশন থেরাপি, টারগেটেড থেরাপি, অস্তি মজ্জার প্রতিস্থাপনের উল্লখ করা যায়।