top of page

শ্বেত রক্ত কোষ জনিত ব্যাধি (White Blood Cell Disorder)

শ্বেত রক্ত কোষের (White blood cell) প্রধান কাজ ইনফেক্শন(infection) থেকে আমাদের রক্ষা করা। দেহে বিভিন্ন ধরনের শ্বেত রক্ত কোষের ভিন্ন ভিন্ন কাজ, যেমন কিছু শ্বেত রক্ত কোষ (Neutrophils) ব্যাকটেরিয়া আর ফাঙ্গাল ইনফেকশনের সাথে লড়াই করে। কিছু আবার ভাইরাসের সঙ্গে লড়াই করে দেহে এম্টিবডি তৈরী করে (Lymphocytes)। কিছু শ্বেত রক্ত কোষ (Eosinophils and Basophils) প্যারাসাইটের সঙ্গে লড়াই করে। আর কিছু শ্বেত রক্ত কোষকে (Monocytes/Macrophages) জার্ম ইটিং সেল বলা হয়। অস্থিমজ্জায় (Bone marrow) সাধারনের চেয়ে বেশি মাত্রায় শ্বেত রক্ত কণিকার উৎপাদন অথবা কম উৎপাদনে বিভিন্ন ধরনের শ্বেত রক্ত কোষ জনিত ব্যাধির সৃষ্টি হয়। শ্বেত রক্ত কোষ জনিত ব্যাধিকে দুই ভাগে ভাগ করা হয়।

শ্বেত রক্ত কোষের অন্যান্য ব্যাধির তালিকায় লিউকেমিয়া, লিম্ফোমা, মাইলোমা, অন্যান্য ম্যেলিগন্যান্ট এবং প্রিম্যালিগন্যান্ট ব্যাধি যেমন এম.পি.এন, এম.ডি.এস পড়ে।   

Get Social

  • Facebook
  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey YouTube Icon
bottom of page